বাঙালি কেমন জাতি?
ভদ্রতা নাই,সভ্যতা নাই
অহেতুক মাতামাতি...
জার্মান দ্যাখো,কত কাজ করে,
ডিসিপ্লিনের ইংরেজ,
অর্থনীতির চাইনিজ চাকা,
কৃষিকাজ করি,করি সেচ।
নীল রক্তের গরম বাতাসে
“মিস্কিন” গালি শুনেছি
চোখ রাঙানির পরোয়া করিনি
নীরবে প্রহর গুণেছি।
বাঙালি কেমন জাতি?
ক্রিকেট খেলায় স্টেডিয়ামে যাও
বুঝে যাবে রাতারাতি।
একটু শংকা মাথা চাড়া দিলে
দেখবে অবাক হয়ে,
পুরো স্টেডিয়াম এক হয়ে যায়
পিনড্রপে থাকে রয়ে।
জয় বা চার বা ছয়ে,
ষোলোকোটি বাঘ গর্জন করে
দ্যাখে সব বিস্ময়ে।
ষোলো,ছাব্বিশ কিংবা একুশে
বাঙালিকে তুমি খোঁজোনি?
বুকের রক্তে পেয়েছি তাদের
বাঙালি কেমন বোঝোনি?