ছেলে-পুলে সাথে সাবেক প্রেমিকা গরমে ঘামা-ঘামা
অপমান লাগে আমাকে যখন বানায় তাদের মামা।
হাসতে হাসতে ফেটে যায় পেট,কেউ আমারে থামা,
ব্যবসার লাভ ঐকিকে করে,একটি কমেডি ড্রামা।
আমার ভিটায় চরায় ঘুঘু, ছলা-কলা,ছলে-কলে
মফিজ বানিয়ে মুড়ি খেতে কয়,বেকুব সাজতে বলে।
শিয়ালের কাছে মুরগী রেখেছি,কাগজে-কলমে লেখিয়ে,
আবুল বানিয়ে ঘোল খেতে কয় কুমীরের ছানা দেখিয়ে।
সরলতা দিলে ধূর্ততা মিলে,এতোটুকু খাঁটি পাইনা,
সরলতা মানে বেকুবি যেখানে,সেখানে থাকতে চাইনা।