হেরে গেলে পরে
সবার মতো
আমিও কান্না করেছি,
কষ্টের দায়ে
একবার নয়,
কত শত বার মরেছি!
কেউ নেই তাই
নিজের ক্ষতে
নিজেই মলম ভরেছি,
ধ্বংসের ভূমে
সৃষ্টির সুখে
জীবনের গান ধরেছি।
পৃথিবী চালায়
এক-দুই জন,
সাধারণ চলে চুপচাপ
জীবনে-মরণে,
ভাঙ্গতে-গড়তে,
অকাতরে তারা দেয় ঝাঁপ।