কেউ কি কোথাও দেখছে?
কেউ কি কোথাও লিখছে?
না পারার সব লজ্জা ঢাকতে
সবরের পাঠ শিখছে?
পড়ে পড়ে মার খেতে খেতে খেতে
আর যদি নিতে পারেনা
যুদ্ধ-বিরতি,লাগাও স্যালাইন,
নিস্তেজ হলে মারেনা।
ইগো আর গোঁ-দুইটা টিকাতে
ফলোয়ার হয় সমরের
ঘর-সংসারে কোথাও পাবেনা,
পাবে যে তালিকা অমরের।
সবকিছুরই ব্যাখ্যা আছে,
ব্যাখ্যা শুনতে চাইনা,
কান পেকে গেছে শুনতে শুনতে
সমাধান খুঁজে পাইনা।
হারুক,জিতুক,মৃত যোদ্ধার
গুণ করি,গান গাইনা
বেঁচে যাওয়া জ্ঞাণী মহাকবি হয়,
এইসবে তাই যাইনা।