একটু পরে
রাত পোহালে
নামবে পথে
কাজের মানুষ
ছেঁড়া কাঁথায়
আলস্য পাপ
অভাব পোড়ায়
মনের ফানুস ।
একটু পরে
সাত-সকালে
মেজাজ হারায়
নারীজাতি
পাড়া মাথায়
করে তারা
রাগে-লয়ে
রাতা-রাতি ।
একটু পরে
কোমলমতি
স্কুলের পথে
হাঁটি হাঁটি
ইস্ তিরি শেষ
কর্তা মশায়
আপিস যাবেন
পরিপাটি ।
একটু পরে
প্রেমিক-যুগল
বন্দী হবে
পরস্পরে
সৃষ্টি-সুখের
প্রতীক্ষাতে
প্রহর গোণে
আড়ম্বরে।        
একটু পরে
দুপুর হবে
খাবার খোঁজে
মানুষ ছোটে
হরেক পদের
কপাল কারো
কপালপোড়ার
অল্প জোটে ।
একটু পরে
কেউবা ঘুমায়
কেউবা ঝিমায়
অলস দুপুর
গল্প চলে
অন্তঃপুরে
অতীত কাহন
টাপুর-টুপুর ।
একটু পরে
বিকাল নামায়
বাংলা মায়ের
দামাল ছেলে
বলের পেছন
পেছন দ্যাখো
ম্যারাডোনা
কিংবা পেলে ।
একটু পরে
সন্ধ্যা নামে
পড়তে বসে
খোকা-খুকু
চায়ের কাপে
চুমুক দিয়ে
কর্তা সারেন
আরামটুকু ।
একটু পরে
ঘুম-নগরে
হারায় সবাই
অবশেষে
ঘুম আসেনা
বারবনিতার
চোর-পুলিশ আর  
প্যাচার দেশে ।  
পুতুল নাচের
পর্বগুলো
চলছে চলুক
বছর ধরে
কাজের মানুষ
নামবে পথে
এই ধরা যাক
একটু পরে !