চেনা-জানা
মানুষগুলোর
ভিড়ের মাঝে
যখন হারাই
অনেকরকম
আবেগ খ্যালে
দুঃখ-সুখের
সঙ্গী তারাই।
কেউ এনে দেয়
মুখের হাসি
কাউকে দেখে
ঘেন্না জাগে
রাগ,হতাশা
ভয়ের মতোই
কাউকে দেখে
কষ্ট লাগে।
কাউকে লাগে
ভীষণ ভালো
কাউকে দেখে
প্রশ্ন জাগে
অনেক বছর
পরে দেখা
সামলাতে হয়
আবেগটাকে।
মুখ পড়া যায়
বুঝতে পারি
আলো-ছায়া
অন্ধকারে
এক টিকিটে
একশো ছবি
"পোকার ফেস"-এ
ঢাকবো তারে।