ক‌রোনার দি‌নে কোয়‌ারেন্টাইন,
ঘ্রাণ নাই, দুর্গন্ধ,
‌এই  পৃ‌থিবীর সবার ছু‌টি
নয়টা পাঁচটা বন্ধ।


ক‌রোনার দি‌নে কোয়‌ারেন্টাইন,
বাই‌রে বেরুতে নাই,
‌তিন‌বেলা মি‌লে একবেলা খাই,
দুই‌বেলা ঘুম যাই।


ক‌রোনার দি‌নে কোয়া‌‌রেন্টাইন,
ইটালী এখন আগে,
চী‌নের উহান জ‌য়ের গ‌ল্পে
আশার খোরাক জা‌গে।


ক‌রোনার দি‌নে কোয়া‌রেন্টাইন,
লা‌শের মি‌ছিল ক‌মেনা,
মানু‌ষের সা‌থে মানু‌ষের দেখা
‌হ‌বেনা, হ‌বেনা, হ‌বেনা।


ক‌রোনার দি‌নে কোয়া‌রেন্টাইন,
অ‌চেনা, অজানা সু‌রে,
সবার মা‌ঝে থেকেও সবাই
সবার থে‌কে দূ‌রে।