‘রওশন’ নামে এক বোন ছিলো
কতোদিন তারে ভাবি নাই,
হুট্ করে কারো এই নাম দেখে
স্মৃতির শহরে চলে যাই।
হাতী-ঘোড়া মারি কথায়-কথায়
আদতে সবাই অসহায়,
ক্যানসার ছিলো,কেমো নিয়েছিলো
অল্প বয়সে চলে যায়।
স্মৃতির শহরে মশাল জ্বালিয়ে
আলোর মিছিল আসছে
অপরাজিতার হাসিমুখ তার
চোখের সামনে ভাসছে।