ঠিক-ভুল নিয়ে তর্ক হয়েছে
যুক্তি সানাতে খেটেছি,
কখনো মিলেছে, বাকি মিলে নাই,
যার যার পথে হেঁটেছি।
তর্কের মোড়ে ক্ষোভে ফেটে যাই,
তারপরো চুপ থেকেছি,
হাত-মুখ থেকে প্রতিপক্ষকে
নিরাপদ আমি রেখেছি।
লালের আকালে গোলাপের মাঝে
একটু তাহারে খুঁজেছি,
চাইনি সাগর,মাফ চাই লাল,
এলার্জি কি বুঝেছি।