কখ‌নো দে‌খে‌ছো তোমার কাউ‌কে
সুনাম কোথাও কর‌তে?  
এর কথা ব‌লে, তার কথা ব‌লে,
তু‌মি যেন কোন গ‌র্তে !
চামড়ার দো‌ষে কিছু ব‌খে যায়
ওখানেই সব শেষ?
আমাকে এ‌ড়ি‌য়ে আমার মত
চামড়াও আ‌ছে বেশ !
উঠ‌তে বস‌তে, ছ‌বিটা তুল‌তে
‌কিছু অনুভব ক‌রো নাই?
‌সোফা‌গু‌লো সব তা‌দের দখ‌লে
হাত‌লে তোমা‌কে খুঁ‌জে পাই !
এমন তো নয় তা‌দের কাউ‌কে
হারা‌তে বাদ রে‌খে‌ছো,
বয়কটরা এখ‌নো ম‌রে‌নি
‌দেখলাম, তু‌মি দে‌খে‌ছো?
এটা খেলা নয়, অন্য‌কিছু
কখ‌নো হ‌বে না শেষ,
এর মাঝ দি‌য়ে জিত‌তে হ‌বে
এটাই বাংলা‌দেশ।