চৌরাস্তায়
দুই পৃথিবী
হঠাৎ থমকে যায়,
সংখ্যা-লঘু
গাড়ির ভেতর,
বাকীরা অন্যটায়।
সংখ্যা-লঘু
ভাবতে পারে
ভাগ্য তাদের ভা‌লো,
সুটেড-বুটেড
জীবন-যাপন
সর্বলোকের আ‌লো।
একটা কিছু
বিক্রি করে
কিংবা করে ভিক্ষা,
জীবন মানে
আজ সারাদিন
বাদ-বাকীদের শিক্ষা।
সু‌টেড-বু‌টেড
ফ‌টোক‌পি
গাধার গাধাও জা‌নে,
চক্রপা‌কের
গড্ডা‌লিকা
দা‌সের ম‌তো মা‌নে।
ঐ পৃ‌থিবীর
আ‌রেকটা দিন
‌কেউ জানেনা কেমন,
দাস-খত্ নাই
নাই টিপ্-সই
‌যেমন খু‌শি তেমন!