দরজার ওপা‌শে গুম‌রে গুম‌রে
কান্না শুন‌তে পাও ?
শার্লক হ‌য়ে আনসলভড্ কিছু
‌মি‌স্ট্রি ঘাঁট‌তে চাও ?
আমার প‌কে‌টে দরজার চ‌া‌বি,
চাই‌লে খুল‌তে পা‌রি,
দরজার ওপাশে ছ‌ড়ি‌য়ে ছি‌টি‌য়ে
অজানারা সা‌রি সা‌রি।
খুল‌তে পা‌রি, খুল‌তে পা‌রি
‌কিন্তু খুল‌বো না,
কয়টা পাপ‌ড়ি কিভা‌বে ঝর‌লো
আ‌মি তা বল‌বো না।
কহতব্য, কর্তব্য,
ঔ‌চিত্যরা স্পষ্ট
ওসব কথা জ্ঞাণপাপী‌দের
বুঝ‌তে বেজায় কষ্ট।
পৃ‌থিবীর কথা কক্ষ‌নো কোন
‌লেখক লে‌খে না,
উ‌চিত কোন্ টা বোঝার প‌রেও
মূ‌র্খ শে‌খে না।
মানু‌ষ ঠ‌কে, মানু‌ষ ঠকায়
মানু‌ষের সব পাপ,
মানুষ যখন চা‌লিকাশ‌ক্তি
আর লা‌গে অ‌ভিশাপ?
কত শতবার দরজা খু‌লে‌ছি
আশা তো পূরণ হয়না,
পৃ‌থিবীটা তাই তার নিয়‌মে
চ‌লে আর কিছু কয়না।