দিনের বেলায় হৈ চৈ করি,
রাতের বেলায় কান্না,
রাতের বেলায় রান্নাও করি,
কেউ খান্ কেউ খান্ না।
দিনের বেলায় কিছুই হয়না,
চুপচাপ,সব শুদ্ধ,
রাতের বেলায় নরক নামে,
হত্যা,মৃত্যু,যুদ্ধ।
দিনের বেলায় অনেক আলো,
অমূলক ভয় হয় না
রাতের বেলায় অন্ধকারে কিছুই
আটকে রয় না।
দিনেও আছে অনেক কালিমা,
রাতেও দুঃখ ঘোঁচে,
শয়তান থাকে মনের ভেতর,
উপলক্ষের খোঁজে।