বুঝ‌তে বুঝ‌তে ক্লান্ত হ‌য়ে‌ছি,
অনুভূ‌তিহীন ধকল্ ,
‌মিথ্যা না ব‌লে চুপ থে‌কে‌ছি,
আসল হা‌সিটা নকল।
সাত রা‌জ্যের তেজ ব‌ু‌কে নি‌য়ে
সকাল শুরু ক‌রি,  
সূ‌র্যের দি‌নে অন্ধকা‌রে
সন্ধ্যায় ডো‌বে তরী।  
আ‌বে‌গের দে‌শে আগুন লে‌গে‌ছে
বাদ-বা‌কিটায় বিষ,
সাহসী ভিতুর ডিম হ‌য়ে ব‌লে,
"আমায় বাঁচ‌তে দিস্ !"
অনুভূ‌তি‌দের চেতনানা‌শে
প্যান্ প্যান্ ক‌রি বন্ধ,
লা‌গে লাগ্ সই মানু‌ষের দে‌হে
র‌বোট্ র‌বোট্ গন্ধ।