শ‌ঙ্খিনী, তু‌মি তোমার গভীরে 
আমা‌কে কখ‌নো রাখ‌তে? 
ই‌লিশ হ‌লে নির্ঘাত তু‌মি 
পদ্মার জ‌লে থাক‌তে। 
ঠিক কতটুকু শীত পে‌লে তু‌মি
আমার গর‌মে কাঁপ‌তে? 
কোন্ টা কর‌লে আর সব ফে‌লে 
শুধুই আমা‌কে ভাব‌তে? 
‌খেলাঘর ভে‌ঙ্গে শ‌ঙ্খের ভি‌তে 
একটা কিছু সে আঁক‌লো,
একটা কিছু‌তে রাধা হ‌য়ে সে
কৃ‌ষ্ণের পা‌শে থাক‌লো।