কুকুরে ঘিরলে ছিটাবে থুতু,
পাগল তাড়াতে পানি,
দলা ভাত, কলা গলার কাঁটায়
মূর্খ তাড়ায় জ্ঞাণী।
ঘুম পাড়ানী গানের মতো
সব নয় সাদা-কালো,
কখনো কখনো অন্ধকারই
আলোর চাইতে ভালো।