মহল্লা‌তে আমার বা‌ড়িটা
ব‌স্তির ঠিক আ‌গে,
ভা‌তের হা‌ড়িটা চুলায় চড়‌লে
গন্ধটা না‌কে লা‌গে।
ইদা‌নিং আর বাজার যাই না,
কেষ্টা বাজার ক‌রে,
ধেই ধেই বাড়া দা‌মের আগু‌নে
কেষ্টা পার‌লে ম‌রে।
ভাত খে‌য়ে ভা‌বি আমার চুলায়
তাও তো রান্না চড়‌ছে,
বিনা মে‌ঘে বাজ, ব‌স্তির ওপর
না জা‌নি কেমন পড়‌ছে!
আগু‌নে আগুন না জ্বলার শোকে
হঠাৎ ফু‌র্তি জা‌গে,
ভা‌তের হা‌ড়িটা চুলায় চ‌ড়ে‌ছে,
গন্ধটা না‌কে লা‌গে।