কোন এক ঋ‌ষি অ‌ভিশাপ দেয়,
আ‌মি তার শা‌পে ভুগ‌ছি,
ম‌নের ক‌ষ্টে, দে‌হের ক‌ষ্টে
সারা‌বেলা আ‌মি ধুঁক‌ছি।
ডাক্তার শুধু প্রেসার মা‌পে
‌টেস্ট দেয় ভু‌রি ভু‌রি,
য‌ন্ত্রের নী‌চে বারবার যাই,
ট্যাব‌লেট চিড়া-মু‌ড়ি।
‌হো‌মিওপ্যাথ আর আয়ু‌র্বে‌দের
স‌ঙ্গে এ‌সে‌ছে যোগ,
ধ্যান ক‌রে না‌কি সা‌রি‌য়ে ফেল‌বে
আমার যত রোগ!
ফাঁকা ফাঁকা সব আশ্বাসে আজ
ধ‌র্মের কল ন‌ড়ে‌ছে,
মৃত্যুর সা‌থে দ্বৈরথ খে‌লি
মরণ আমায় ধ‌রে‌ছে।
এইসব প্যারা ঘাড় ধ‌রে আ‌নে
‌চিন্তা-ভাবনা অন্য...
একটা কিছু কর‌তে হ‌বে
মানবজা‌তির জন্য।