একরা‌ত্রি"‌-তে সুরবালা ছিল
স্থান-কাল ছিল ভিন্ন
পাত্র-পাত্রী পাল্টায় নাই,
পাল্টায় নাই চিহ্ন।
সম্প‌র্কের মূল্য বু‌ঝি‌নি,
‌কিছুই পা‌রি‌নি টেকা‌তে,
তা‌কে নি‌য়ে আ‌মি পালা‌তে পা‌রি‌নি,
পা‌রি‌নি বি‌য়েটা ঠেকা‌তে।
‌নিয়ন বা‌তি, অ‌নেক মানুষ,
জমকা‌লো উৎসব,
এপারে দাঁ‌ড়ি‌য়ে বুঝতে পা‌রি,
সব হারালাম সব।