"দশবার ফেল্ , তারপ‌রো কেন
টপকাতে ওটা চাস?"
"এগা‌রোবা‌রে টপ্ কে ফেল‌লে
‌ফেল হ‌য়ে যা‌য় পাশ!"


ব‌লে ফেলা কথা সুতাকাটা ঘু‌ড়ি
ছা‌ড়ে কেউ ধ‌রে  জনগণ
একমুখ ব‌লে দুইকান শো‌নে
দশ কান হ‌তে কতক্ষণ ?


দ‌শের লা‌ঠি এ‌কের বোঝা
শুন‌তে কেমন লা‌গে?
নয়জন খু‌শি, একজন ছাড়া
‌বোঝাটা নি‌য়ে যে ভা‌গে।


দশ‌দি‌কে রথ চ‌লে যার তার
নাম না‌কি দশরথ,
লক্ষণ বু‌ঝে রাম টের পায়
মসৃণ নয় পথ।


একমুখ নি‌য়ে ঝগড়া পা‌রিনা
কত‌কিছু লোক ব‌লে...
‌পিৎজা হা‌টে দশানন হই
যখন সস্তা চ‌লে।


দশ‌দিন ছিল পা‌নির ওপর
দশ‌দিন ছিল নী‌চে,
দশ‌দিন ছিল উভচর হ‌য়ে
মাস যায় ভি‌জে ভি‌জে।


এক ছে‌লে ছাড়া খাসা বা‌কি সব
যায় না, যাবে না পাপ,
এক ছে‌লে চোর, দশগ্রাম জা‌নে
আমি যে চো‌রের বাপ!


কা‌নে শু‌নি খা‌লি অভাব অভাব
অভাব দেখ‌তে পাই,
দশপদ দি‌য়ে একপদ রেঁ‌ধে
তারপর আ‌মি খাই !


সত্য হোক কিংবা না হোক
দশজ‌নে য‌দি মা‌নে,
"পার‌সেপশন" তাহা‌রে ক‌হি‌বো
সজ্ঞা‌নে অজ্ঞা‌নে।


দশখান কথা বল‌তে এ‌সে‌ছি,
নয় শেষ, দশ চল‌ছে,
কথার ভেত‌রে আ‌রো কথা আ‌ছে
কান পা‌তো, কেউ বল‌ছে।