বাইরে যতোই
সাদা-কালো
রক্ত যখন লাল
বুঝতে হবে
এটায় আছে
সূক্ষ কোন চাল।
ডাক্তারী চোখ
যতোই খাটাও
লালের কারণ খুঁজতে
বর্ণবাদের
তত্ত্বকথা
ততোই দেরী বুঝতে।
ভালোর আগে
মন্দ চলে,
এটাই বাস্তবতা
পুস্তক শুধু
সত্য বলে
আরও আছে কথা।