সব ছে‌ড়ে ছুঁ‌ড়ে চ‌লে যা‌বো, ভা‌বি
পৃ‌থিবী আমার নয়,
পৃ‌থিবীটা কার জান‌তে আমার
এখ‌নো ইচ্ছা হয়।
পৃ‌থিবীটা যাঁর জানলাম তাঁরা
অন্য জগ‌তে রয়,
তাঁরা তারা নয়, তাঁ‌দের আ‌লোয়
পৃ‌থিবী আ‌লোকময়।
ছাড়ার আ‌গে তাঁদের সাম‌নে
আ‌মি যাই, যে‌তে হয়,
তাঁরা বল‌লেন, আ‌মি শুনলাম  
ওভা‌বেই বোধদয়।
"পৃ‌থিবীটা ব‌ড়ো নিষ্ঠুর, তোর
লাগ‌ছে না‌কি ভয় ?
আঁকা পরাজ‌য়ে তোর ছাপ রে‌খে
আঁ‌কতে হ‌বে জয়।"