তারা তিন বোন।
প্রথমা, দ্বিতীয়া, তৃতীয়া।
তৃতীয়া ছ‌বি আঁ‌কে। আঁক ধ‌রিয়ে‌ছে প্রথমা।
কিন্ত বে‌শিদূর হয় না।
কারণ, আ‌ছে স‌বেধন দু তিনটা ভাঙ্গা রং পে‌ন্সিল
আর ড্র‌য়িং বু‌কে আড়াইটা সাদা পাতা।
‌দ্বিতীয়া গান গায়। সা‌রেগামা ধ‌রে‌ছে প্রথমার কা‌ছে।
প্রথমা তৃতীয়ার ছ‌বির আর দ্বিতীয়ার গা‌নের মাস্টার।
তৃতীয়ার গা‌য়ে দ্বিতীয়ার ছোট হ‌য়ে যাওয়া জামা।
‌দ্বিতীয়ার গা‌য়ে প্রথমার। আর প্রথমারটা?
মা কি‌নে দি‌য়ে‌ছিলেন। মা এখন আর নেই।
প্রাণঘাতী কোন রোগ তাঁ‌কে নি‌য়ে গে‌ছে।
আচ্ছা য‌দি প্রাণঘাতী কোন রোগ
প্রথমা‌কেও নি‌য়ে যায়
তাহ‌লে কি হ‌বে দ্বিতীয়ার, তৃতীয়ার?
কে শেখা‌বে ছ‌বি আঁকা, কে শেখা‌বে গান?
‌কিংবা ধ‌রো প্রথমা থাক‌লো দ্বিতীয়া  গে‌লো
বা ধ‌রো তৃতীয়া !  
জগ‌তে এরকম ছন্দপতন হয়।
আমার জগ‌তে এ আ‌মি হ‌তে দে‌বো না।
বেঁ‌চে থাকুক আমার সর্বজয়ারা।