পু‌রো দরবার গম্ গম্ ক‌রে,
ঐখান থে‌কে হুংকার,
সব ঠিক শুধু ঐ বাহাদুর
পাল্টায় দে‌খি বারবার!
সু‌প্রিমেসির ভূতগু‌লো চোখ
সবার আ‌গে ঢাক‌বে,
চাট‌ুকার‌দের ঘুমপাড়া‌নিয়া
‌চেতনানাশক থাক‌বে।
এইভা‌বে ঘু‌ণে কাটা শুরু ক‌রে
এক‌দিন হয় শেষ,
কত হুংকার হাওয়ায় হাওয়ায়,
র‌য়ে যায় কত রেশ!
আর কেউ ছিল ঐখানটায়
স্মৃ‌তিগু‌লো আ‌জো তাজা,
ঐখানটায় আজ বসি আ‌মি,
আ‌মিই এখন রাজা।