সব‌কিছু ঠিক, আ‌মি জা‌নি না,
আ‌মি জা‌নি না কেন?
একটা বি‌হিত, একটা ধমক
ফরয্ হ‌য়ে‌ছে যেন!
গড়্ গড়্ করে ব‌লে যায় শুধু
‌কোন্ টা কখন কর‌বে,
আ‌মি ছাড়া সব ঠিক্ ঠাক্, জা‌নে
ছাড়‌বে কোন্ টা ধর‌বে।  
অ‌ভিমা‌নে আ‌মি, কান দরজায়
কড়াটা‌রে কেউ না‌ড়ে না,
আ‌মিময় সব কেন'র পাহাড়
‌কেন তার চো‌খে প‌ড়ে না?
বু‌ঝিনা, বু‌ঝিনা, বু‌ঝিনা হঠাৎ
সব‌কিছু বু‌ঝে যাই,
‌বিশাল যজ্ঞ, সব ঠিক্ ঠাক্
‌কোত্থাও আ‌মি নাই।