কেউ কেউ আ‌ছে,
ব্যথা পে‌লে আ‌গে
"কেন পে‌লে" ব‌লে থাপড়ায়,
আগুন লাগা‌তে
দে‌খি‌য়ে দেখি‌য়ে
শত্রুর পিঠ চাপড়ায়।


আমার কষ্ট ছিনতাই ক‌রে
আমাকে চে‌নে না ব‌লে,
চৌরাস্তায় উৎসব ক‌রে
শো‌কের নিলাম চ‌লে।


দুঃখ কষ্ট অনেক হ‌য়ে‌ছে,
লাভ নাই, দেই আ‌ড়ি,
নতুন বোত‌লে, নতুন টোট্ কা,
পুরাতন দে‌বো পা‌ড়ি।


চৌরাস্তার
চিৎকার ব‌লে,
লাগ‌বে যত্ন আ‌ত্তি,
আবডা‌লে ডেকে
পশ্চাত‌দে‌শে
দিলাম ক‌তেক লা‌ত্থি।


টোট্ কার গু‌ণে
গুণগ্রাহীরা
অ‌নেক না‌লিশ  দি‌লো,
এটা শেষ নয়,
এখান থে‌কেই
নতুন জন্ম নি‌লো।