: দুই যোগ দুই সমান কত?  
: চার।
: য‌দি তা না হয়?
: মা‌নে?
: ধ‌রো  এক‌টি দম্প‌তি, আ‌রেক‌টি দম্প‌তি। মানুষ মোট কত?
: চার।
: ধরো  এই চারজ‌নের চারজনই পরকীয়া প্রেম ক‌রে।
পরকীয়ার পার্টনারও  এই চারজনই। কেউই কা‌রো পরকীয়া সম্প‌র্কে  কিচ্ছু জা‌নে না। দিলাম চারজনকে রেলগা‌ড়ির একটা ব‌গি‌তে তু‌লে। ব‌গি‌তে আর কেউ নেই।
চারজন মু‌খোমু‌খি। সবাই সব জান‌লো। উঠার তিন ঘন্টা প‌রে নামার কথা। উঠ‌লো তো চারজন। নাম‌বে কয়জন?
: ভেজাল।
: রাইট। চারজনও নাম‌তে পা‌রে। ত‌বে এটা এখন আর একমাত্র অপশন না। তো দুই যোগ দুই সমান কত?
: আপ‌নি যত হ‌লে খু‌শি হন ত‌তো।
: ম‌নে রে‌খো, কা‌হিনী‌বিহীন কোন সংখ্যা নেই, হয় না।