সাদা কাপড়েও কত রং যায়,
লাল নীল বাতি জ্বলে,
একা একা দৌড়, তাতেও দ্বিতীয়,
সময় খারাপ চলে।
নতুন হাতের জুয়াড়ীর নাকি
তাসের ভাগ্য ভালো,
মেয়ে সন্তান জ্যান্ত পুতেছি,
আন্ধার ঘরে আলো।
বেছে খাই তবু পেট গুড় গুড়
কি-না খায় নাকি ছাগলে,
বিচারের বাণী নিভৃতে কাঁদে,
চৌরাস্তায় পাগলে।