কান পেতে শু‌নি নেতার ভাষণ,  
বারু‌দে বারুদে ঠাসা,
টগ্ বগ্ ও‌ঠে র‌ক্তে, কবুল,
মিশন সর্বনাশা।


তখন বু‌ঝি‌নি কার কি হ‌য়ে‌ছে,
কত ধা‌নে কত চাল,
আর কা‌রো হা‌তে রি‌মোট, আমার
হা‌তে ত‌লোয়ার-ঢাল্।


এখন বু‌ঝি কার কি হ‌য়ে‌ছে,
কোথায় রসুন বোনা,
লা‌শের সা‌রি‌তে মা‌য়ের কান্না,
"‌কোথায় আমার সোনা!"


যুদ্ধ ছিল অহ‌মে অহ‌মে,
মান‌বে না কেউ ন‌তি,
মানুষে কুকুরে কাড়‌ছে খাবার,
এটাই প‌রিণ‌তি।


ফুল মা‌নে সাদা, ক‌ফি‌নে বিছাই,
শ‌কু‌নের ডানা মে‌লি,
কোথায় পালা‌বো ভাব‌তে ভাব‌তে,
যুদ্ধ যুদ্ধ খে‌লি।