অভাব ছিল
অ‌নেক ক্ষুধা
‌ছিলাম কষ্ট ক‌রে,
‌তোর সা‌থে আ‌মি
ভা‌লোই  ছিলাম
আমার ভাঙ্গা ঘ‌রে।
চা‌হিদার ঝ‌ড়ে
‌যোগা‌নের ছাতা
নাকা‌নি চুবা‌নি খাওয়া‌তো,
আলাদা হ‌য়ে
নতু‌ন ল‌য়ে
গান গায়, গান গাওয়া‌তো।
বুঝলাম আ‌মি
জানতাম আ‌মি
আমার অ‌নেক দোষ,
তুব‌ড়ি ছুটালো
গা‌লি‌তে গা‌লি‌তে
আমার আ‌ক্রোশ।
আন্ধার ঘ‌রে
ঘর দে‌খি তোর
‌হাজার ওয়াট বা‌ত্তি,
বরবাদ ক‌রে
কোথায় পালা‌লি
কোন্ কুত্তার কু‌ত্তী?