যুদ্ধের মাঝে “যুদ্ধ-বিরতি”
সফেদ হরফে লেখা
হাবু-ডুবু খাওয়া পাঁচদিন শেষে
শুক্র-শনির দেখা।
বিরতির মাঝে নতুন যুদ্ধ,
শত্রুতা শেষ হয়না
শুক্র-শনির বিশ্রামে ছাই,
ঘরে আর কেউ রয়না।
ইকো ফ্রেন্ডলির থোড়াই পরোয়া,
বিরতিতে আসে যন্ত্র
“গড়ানো পাথরে শ্যাওলা পড়েনা”
এটাই মূল-মন্ত্র।
ঘষা-মাজা চলে,চলে মেরামত,
সামনে অনেক যুদ্ধ
বিজ্ঞাপনের সামাজিক সুখে
শুক্র-শনিতে শুদ্ধ।
ডংকার সুরে হানিমুন শেষ,
আবার যুদ্ধ শুরু
আমি বাদ দেই এইসব খেলা,
শ্যাওলা জমুক পুরু।