সবগু‌লো দ্বার ঠাস্ ঠাস্ ক‌রে
যখন বন্ধ হ‌লো,
এ‌কের পর এক বঞ্চনারা
বল‌লো আমায়, "চ‌লো"।
চললাম আ‌মি সব‌কিছু‌কে
‌থোড়াই কেয়ার ক‌রে,
শ্যাওলা জমার সু‌যোগ পায়‌নি,
নতুন নতুন ঘ‌রে।
নতুন বাগা‌নে অ‌নেক দে‌খে‌ছি,
বাঘ, শেয়াল আর ময়না,
যতই ব‌লি সবগু‌লো দ্বার,
কখ‌নো বন্ধ হয়না।
‌যেটায় শা‌ন্তি সেটাই ভা‌বো,
যা ই‌চ্ছে হয় তাই,
কপা‌লে তোমার জুতার বা‌ড়ি,
আমার তা-ও নাই।