মানতাম তা‌কে পী‌রের ম‌তো,
এখন আর ধার ধা‌রি না,
কুন্ডু‌লিপাকা চাবুকটাকে
কখ‌নো ভুল‌তে পা‌রি না।
"ম‌তি হারা‌লেই শয়তান ধ‌রে,
‌প্রে‌মে প‌ড়ে লো‌কে", বল‌তেন,
"ম‌তি হা‌রিও না, ম‌তি হা‌রিও না"
ক্রমাগত ব‌লে চল‌তেন।
তারপ‌রো দে‌খি ব‌টের তলায়
‌লাই‌লী মজনু আস‌তো,
ম‌তি‌কে হা‌রি‌য়ে সব রাঙ্গা চোখ
স‌য়ে তারা ভালবাস‌তো।
বটতলা‌তেই  সা‌লিশ বস‌তো
আসামী ক‌পোত ক‌পোতী,
কুন্ডু‌লি‌খোলা চাবুক হা‌তে
আমার বিচারপ‌তি।
‌দোর্ রার ভ‌য়ে শয়তান থে‌কে
শতহাত দূ‌রে থে‌কে‌ছি,
চাবুক, ম‌তি, শয়তান ভু‌লে
তার চো‌খে চোখ রে‌খে‌ছি।
তার হ‌য়ে আ‌মি নিরীহতম,
তার হ‌য়ে আ‌মি বন্য,
হাসি হা‌সি মু‌খে জামা খু‌লে দেই
দোর্ রা খাওয়ার জন্য।