মৃত্যুর সাথে সমঝোতা করে
হজম করেছি বিষ
ঠাঁই নাই তবু যাবোই যাবো,
ছাদেই জায়গা দিস।
নৌকায় চড়ে সাগর পেরোই
ভিনদেশে কাজ করতে
পারলে ঠেকাও আসছি আমরা
বাঁচতে কিংবা মরতে।
বাংলার মাটি,বাংলার ভাষা,
বাংলাদেশের জন্য
বুক পেতে পেতে রক্ত দিয়েছি,
করিনি কার্পণ্য।
দাবিয়ে রাখার দিন শেষ,শুরু
নির্ভীক পথচলা
নীলরক্তের চোখ রাঙানির
উত্তরে কাঁচকলা।
ঘনবসতির রেকর্ড ভেঙেছি,
হাসিমুখে সব বাঁধা,
এতোটুকু দেশ,ষোলোকোটি বাঘ,
একটা সুতোয় গাঁথা।