কথা না‌কি সব ন‌ষ্টের গোড়া,
মুখ থাকা চাই বন্ধ,
তারপ‌রো ব‌লি এ‌সো একসা‌থে,
‌হোক তা ভাল বা মন্দ।
কুলুপ এঁ‌টে‌ছি, জিহ্বা কে‌টে‌ছি
চ‌লে‌ছি বোবার স‌ঙ্গে,
যুদ্ধ কিন্তু থে‌মে থা‌কে নাই,
পৃ‌থিবী‌তে কি-বা ব‌ঙ্গে!
কত ভাষাবাসী ব‌লে ক‌য়ে যায়,
আ‌বে‌গে, নিরা‌বে‌গে
চা‌র্লির মতো, বার‌ফির ম‌তো
হা‌সিমু‌খে, রে‌গে রে‌গে।
কথা হতে পা‌রে নি‌ষিদ্ধ ফল
হ‌তে পা‌রে বাজিমাত,
‌নি‌ষিদ্ধ ফল আমরাই খাই
আ‌মি আদ‌মের জাত।