যুদ্ধে হারা
প্রেতাত্মারা
গাজীর মতো
ফিরবে না,
তাদের কাছে
আবাল-বৃদ্ধ
কেউ কোনদিন
ভিড়বে না।
ভিন্ পাড়াগাঁয়
ছদ্মবে‌শে
আগ্ বাড়িয়ে
ভাব জমায়,
ধর্ম,বিনয়
একটু আফিম
কম্বো দিয়ে
সঙ্গী পায়।
বি‌নির্মা‌ণের
সময় পে‌লে
‌প্রেতাত্মারা
ব‌র্তে যায়,
তা‌দের ম‌তো
‌প্রেতাত্মারা
তা‌দের কা‌ছে
‌ভিড়‌তে চায়।
‌প্রেতাত্মা‌দের
স‌ম্মেল‌নে
যখন গাজী
সঞ্চালক,
‌মিথ্যা কথার
চর্যাপ‌দে
সত্য তখন
প্রবঞ্চক।