এ হৃদয়ে কোনো পাপ
কোনো অতিরিক্ত চাহিদা থাকতে পারে না,
যেখানে কবিতা আছে,
এ হৃদয়ে দ্বিতীয় কোনো আকাঙ্খা লালসা,
পীড়াপীড়ি, না পাওয়ার বেদনা,
মিথ্যা মোহ,যশ,খ্যাতি,বিত্তের ইচ্ছা থাকতে পারে না,
যেখানে কবিতা আছে,
এ হৃদয়ে অন্য কোনো দেহজ প্রেম থাকতে পারে না,
যেখানে কবিতার প্রেম আছে,
এ হৃদয়ে অন্য কোনো আবাস নেই,
অবস্থাও নেই,উন্নতিও নাই,নেই অবনতিও
সফলতা নেই,ব্যর্থতাও নেই,
নেই,নেই,নেই -কিছু নেই,
শুধু ভাব আছে,গল্প আছে,কবিতা আছে,
রূঢ বাস্তবতা আছে,স্টেনগান আছে,কামান আছে,
কামানের মুখে রক্তিম গোলাপ আছে,গোলাপের কাঁটায় আমার অনামিকা বিদ্ধ রক্ত আছে,সেই রক্তে একটা অফুরন্ত আগুন আছে,
সেই আগুনে তৈরি হয় নির্নিমেষ জ্বালানি, সেই জ্বালানিতে দিকে দিকে
আগুন জ্বলে ধিকি ধিকি করে শহর পোড়ে না-বিবসন হয়ে পড়ে-
সমস্ত ক্ষোভ,পাওয়া-না পাওয়া,হতাশা,ক্রোধ,প্রতিশোধের বস্ত্র খুলে যায়-খসে পড়ে-যেমন করে রাতের নক্ষত্রেরা দিনের বেলা জমে শীতল
হয়ে ঝিমিয়ে পড়ে-যেমন করে শুকনো পাতারা খসখস শব্দ করে বাতাসের সাথে দূরের কোনো ঝোঁপে মিলিয়ে পড়ে অথবা শহরের ল্যাট্রিনে নর্দমার কীটের খাদ্য হয়ে পরিপাকের পাঁকে মন্ড হয়ে সভ্যতার কাগজে রুপান্তরিত হতে থাকে।
©ন্যান্সি