পুঁজি সৃষ্টির মুল,সর্বেসর্বা,
পুঁজি নিয়তি,পুঁজি খোদা,
পুঁজি হলো সৌভাগ্যের লোটা,
পুঁজি বাপ,
পুঁজি সিদ্ধ অসিদ্ধ পাপ,
পুঁজির উপর কিছু নেই,
পুঁজি সবকিছুর মুল,
পুঁজিতে দীর্ঘজীবী, পুঁজিতে হয়রানি,
পুঁজিতে সব লোপাট,
পুঁজিতে কারবার,
পুঁজির পুথিতে প্রেমের কথিত গীত চলে,
পুঁজির কাথার তলে সহবাস চলে,
পুঁজির চিন্তায় ঘুম আসে না,
পুঁজিতে বিশ্বজয়ের স্বপ্ন আসে,
পুঁজি না থাকলে বল আসে না,
পুঁজি যার যত বেশি গলায় তার জোর বেশি,
পুঁজি নিয়ে দস্তাদস্তি,পুঁজি নিয়ে মারামারি,
পুঁজি নিয়ে কাড়াকাড়ি,পুঁজিতে চলে দখলদারি,
জোবরদস্তি,
এ বেবাক বিশ্বধরায় পুঁজির গর্ভে জন্ম তোমার,
পুঁজির জরায়ুতে ভ্রুনের আত্মহত্যা,
পুঁজির রক্তে দূষিত সমাজ,
পুঁজিকে শিরা মনে করে বহমান।
শ্বাস-প্রশ্বাস!