আমার সবটুকু নিঃশেষ হওয়ার পরে
তোমার কাছে এসেছি,
আমাকে কি মেনে নেবে?
সব হারিয়ে তোমার দ্বারে এসেছি আমাকে
কি আশ্রয় দিবে?
গ্রহনযোগ্যতার এই মাপকাঠি কে তৈরি করল?
কে বলেছে আমি শেষ যখন হয় নি আমার কোনো শুরু!
তুমি ত কখনও আমার ছিলে নাযে আজ আমায় প্রশ্ন করছ,
তুমি আমার কখনও হবেও নাযে আমাকে বিচার করছ!
আমি একবার কাঠগড়ায় দাঁড়াব,
শেষবিচারের দিন,
যদি খোদা দেখা দিন,
আর লুকিয়ে থাকলে তাহলে বৃহৎ শক্তি ছাড়া আমি কারুর
বিচারের সম্মুখীন হবো না,
তোমরা ত নেহাতই ভুলে ভরা আমার মতই রক্তমাংশের মানুষ!
তোমাদের নীতি যদি অসীম হতো তবে আমি মানতাম,
তোমাদের প্রথা নির্দিষ্ট এবং সব দেশে,সব কালে,সব লোকের
জন্য সমান হলে আমিও তাতে ভাগীদার হতাম,
কিন্তু তোমরা নিজেরাই যেখানে এত বিভক্ত,দলবিচ্যুত,
সেখানে আমি কিভাবে তোমাদের দলে ভিড়ব?
কিভাবে আমি লোকদেখানো কায়দার শরীক হবো?
যেখানে আমার অন্তর তোমাদের প্রদর্শিত সত্য দেখতে
নাকচ করে,
যেখানে আমার মন এবং দুর্বল অথচ এক পৃথিবী সমান
ঐশ্বর্যশালী হৃদয় তোমাদের না করে দেয়,
আমার কাছে তোমরা কিছুই না,তোমাদের কাছে আমি
যেন থেকেও নেই,
তোমাদের কাছে আমি স্পষ্ট তবুও অদৃশ্য,
আমার কথা ঠিকই তোমাদের কর্ণ পর্যন্ত পৌছায়!
কানে তালা দিয়ে রাখলে কিভাবে ডুকবে অমৃতভাষিণী
কর্ণ হতে হিয়ায়,হিয়া হতে এ বিশ্বধরায়,
বিশ্বব্যবস্থায়?!
আমি ভালবাসার রাজনীতি করি!
তোমরাও বরং ক্ষমতা দখলের রাজনীতি ছেড়ে
ভালবাসার রাজনীতি ধরো,
কার থেকে কে বেশি ভালবাসতে পারে তা নিয়ে
প্রতিযোগিতা শুরু করো!
কোন প্রেমিক নেতা কাকে বাঁচিয়েছে,
কার জীবন রাঙিয়ে দিয়েছে,
কোথায় নতুন কিছু করেছে,
তা দেখিয়ে দাও,
কোন বিপ্লবী প্রেমিক ভালবেসেই প্রাণ দিয়েছে,
দেশের জন্য,মাটির জন্য,মাটির মানুষের জন্য তা দেখিয়ে দাও,
তবুও সাবধান তোমাদের প্রেম যেন জেদ না হয়,
তোমাদের প্রেম যেন স্বেচ্ছাচার না হয়,
তোমাদের প্রেম যেন বলপূর্বক না হয়,
তোমাদের প্রেম যেন একদফা না হয়,
তোমাদের প্রেম যেন ব্যক্তিকেন্দ্রিক না হয়,
ছড়িয়ে দাও ভালবাসা সব মানুষের তরে,
তোমাদের প্রেম যেন ঈশ্বর,ধর্ম,অধর্ম,জাত,অজাত,
উচু-নিচু-মধ্যমের শ্রেনিতে বিভক্ত না হয়,
প্রেমিক আর বিপ্লবী,
পাশাপাশি সংসদ করবে,
প্রেমিক আর বিপ্লবী ন্যায়সংগতভাবে
পরস্পরের বিরোধিতা করবে,
বিরোধ ছাড়া কেউ কি কখনো শুদ্ধ হতে পারে?
বিরোধিতা ছাড়া কেউ কি একনিষ্ঠ জয় পেতে পারে?
প্রেম আর দ্রোহ পাশাপাশি চলবে,
দ্রোহের কবিতা লিখবে প্রেমিক কবিরা,
যুদ্ধের ময়দানে প্রেমের গান গাইবে বিপ্লবীরা!!