বাবা তোমাকে পরছে মনে
         আজ অনেক বেশি...
   বাবা তোমায় ভালবাসি
         আজও বড্ড বেশি।
 
   বাবা তোমার আদর স্নেহ
         ভুলতে যে না পারি...
    বাবা তোমার মিষ্টি কথার
         মিষ্টি সুভাস খানি...
    বাবা তা আমি আজও
        ভুলতে যে না পারি।


    বাবা তোমার ভালবাসার
           হয়না তুলনা...
     বাবা তোমার মিষ্টি শাসন
            ভুলতে পারিনা।


    বাবা তোমার কাছে আমি
        অনেক অনেক ঋনি...
    বাবা তুমি ক্ষমা করো
        আমার সব ভুল খানি।


    বাব তুমি আমার কাছে
        পৃথিবির সব কিছুর চেয়ে দামি।