চিরচেনা দেখা
            লেখক:শেখ ফরিদ
আমি তোমায় দেখি
রোজ সকালে সূর্যোদয়ে।


আমি তোমায় দেখি
রোজ বিকালে গোধূলিতে।


আমি তোমায় দেখি
সরোবর এর নীল পদ্মফুলে।


আমি তোমায় দেখি
রাতের আকাশের চন্দ্র গুনার আবেশ ভুলে।


আমি তোমায় দেখি
কৃষ্ণচূড়ার রক্ত রাঙা গায়ে।


আমি তোমায় দেখি
পূর্ণিমার ধবল ময়ূরপঙ্খি নায়ে।


আমি তোমায় দেখি
দুরন্ত কিশোরীর নূপুর পরা পায়ে।


আমি তোমায় দেখি
বিশাল তালগাছের ঐ-উজানতলী গায়ে।


আমি তোমায় দেখি
দীঘির জলে রাজ হাঁসের বেশে।


আমি তোমায় দেখি
নববধূর কলসি কাঁখে বাঁকা কোমরে।


আমি তোমায় দেখি
দুরন্ত কিশোরের রঙিন ঘুড়িতে।


আমি তোমায় দেখি
হেমন্তে কৃষাণের উঠান বাড়ীতে।


আমি তোমায় দেখি
শীতের পিঠাপুলি উৎসবে।


বাংলা আমি দেখি তোমায়
দেখবো আরো যত দিন এ দেহে প্রাণ রবে।


#ছোটমামা_নিখোঁজ