জন্ম
             লেখক:শেখ ফরিদ
কিছু মিথ্যে অধিকার নিয়ে
এসেছি আমি এ ধরার মাঝে,
কখনও ভেবে ওঠে আপন মনে,
শত মেঘ হয়তো আমার জন্যেই সাজে।


কিছু মিথ্যে আশা নিয়ে শেষে
দাঁড়িয়ে থাকি কাঁকতাড়ুয়ার বেশে,
স্বপ্নগুলো সব উকি দিয়ে যায় চলে
দুঃস্বপ্নের করাল নিঃশ্বাসের বলে।


জন্মান্তর কি মিথ্যে আমার?
অধিকার পাবার বিন্দুমাত্র
অধিকার কি নেই আমার?


#ছোটমামা_ধানমন্ডি