কালবৈশাখের রাত
                     লেখক:শেখ ফরিদ
বৈশাখের এক ঝড়ের রাতের
নির্বাক করার মতন কিছু কথা,
বাহিরে প্রচন্ড বৃষ্টির রিমঝিম শব্দ
বোন বলছে আম কুড়িয়ে এনে দিতা।


ভাই বেরিয়ে গেল আম কুড়াতে
হাতে নিয়ে ভাঙা এক ছাতা,
বাহিরের শত ভয়ের চেয়েও
কষ্টকর বোনের মুখে হাসি না দেখার ব্যাথা।


ভাই আম কুড়াতে ব্যস্ত
পড়ছে বজ্র, সাথে শিলা,
হঠাৎ করে কঠিন বজ্র
এসে ভাইয়ের জীবন নিলা।


বোন তখনও ছোট
বয়স সবে বছর চার,
বোন বলছে চলে এসো,দাদা
লাগবে না আম আর আমার।


বোন বুঝে নাই
ভাই যে তার আর নেই,
বোনও গেল ঘর থেকে বেরিয়ে
মধুর ডাকে বলতে বলতে ভাই।


ভাই রয়েছে মুখ থুবড়ে পড়ে
বোনের চোখ যাচ্ছে নয়নজলে ভরে,
আবার হঠাৎ বজ্র এসে পড়ল বোনের মুখে
বোন যে লুটিয়ে পড়ল মৃত ভাইয়ের বুকে।


হায়রে কালবৈশাখ
তুই এত নিষ্ঠির, এত পাষাণ,
নিয়ে গেলি এমনি করে
ভাই-বোনের নিষ্পাপ একজোড়া প্রাণ।


#ছোটমামা_নিখোঁজ