মেঘ-মায়া


মেঘগুলোকে আজ দিলাম ছুটি,
ওরা কিন্তু তবু আমাকে ভিজাতে রাখেনি ত্রুটি
মেঘগুলো সব দিচ্ছে পাড়ি
নদী-নালা,খাল-বিল,সাগর
পাহাড়-পর্বত আর মরুভূমি।


কই ওরাতো ওদের জীবন নিয়ে হাপায়নি
আর অল্প দুঃখে আজ কাতর মনা তুমি।


তুমি মনা বড্ড বেশি অলস
তাইতো আজ আলসেমি জুড়ে বসেছে,
তোমার অলস দেহে
সাত রঙা মেঘের শীতল পরশ পেয়ে।


তুমি ছেড়ে দাও রঙিন মেঘের মায়া
বিপদে শুধু রবে একা তুমি,
থাকবে না কিন্তু আপন ছায়া
তবু তা আমরা কজনে মানি।


মেঘের মতো সবাই যাবে চলে
সুযোগ পেলে আপন মনাও তোমায় যাবে ভূলে


তুমি সময় থাকতে মনা মেলে দেখ আখি
কখন জানি উড়াল দেয় মেঘের দেশের পাখি


জীবন নদী পার হতে রয়েছে বাকী আজিকে
শূন্য হাতে গেলে পার হতে,কি দেবে মনা মাঝিকে


মাঝি যে মনা দিবে না তোমায় ছাড়ি,
চাইবে তোমার কাছে কানাকড়ি।


হইতে পারবে তুমি পাড় মনা,
যদি মিটাও মাঝির দেনাপাওনা।


সময় থাকতে মনা সব কর অর্জন,
না হলে মাঝিও যে তোমায় করবে বর্জন।


লেখক:#ছোটমামা