প্রজাপতি সেই -তুমি এসেছিলে কবে
আমার মন বাগিচার ফুলে,
বসেছিলে তুমি হৃদয় উঠানে,
তবে কি সেই- আসা এখন গেছো ভুলে।


তুমিহীনা সব নেতিয়ে পড়েছে
গোলাপ,হাসনাহেনা,আর বকুল।
তুমিছাড়া ব্যর্থ,  
আমার মনবাগিচায় ফুটা সব ফুল।


আবার কবে আসবে তুমি,
বসবে আমার গা জুড়ে,
যেন আর কখনও
তোমাকে না যেতে হয় উড়ে।

তাই বলি বসন্তকে নিয়ে এসো
চিরদিনের জন্য টেনে,
জানি,নিষ্ঠুর প্রকৃতি তা
নিবে না কখনও মেনে।


তবু বলি এসো এসো,
তুমি এসে রাঙিয়ে দাও
মন বাগিচা,
না হলে কেন বাড়াও শুধু মিছে মায়া।
কতো দিন,
পড়েনি আমার মন বাগিচায় তোমার ছায়া!!


#লেখক:#ছোটমামা