সেই জৈষ্ঠ্যের দিন
        লেখক:শেখ ফরিদ
আচ্ছা চারু,
মনে পড়ে কি তোমার
সেই জৈষ্ঠ্যের দিনগুলোর কথা,
খাঁ খাঁ করছিল মাথার উপর রৌদ্দুর
একটি ছাতার নিচে ছিল দুটি মাথা।


কিছুক্ষণ পর পর আমি
ছাতা নিতেম সরিয়ে,
আর তুমি অভিমানে
মুখ কুঁচকে যেতে দাঁড়িয়ে।


মনে পড়ে সেই প্রথম
জৈষ্ঠ্যের কথাগুলো,
কালো মেঘের দলে একটি সাদা মেঘ দেখে
বলেছিলে,এই বুজি মেঘবালিকা,ঠিক না বলো?


আমি হেসে বলতাম
না মেঘবালিকা নয় রে,
মেঘবালিকা তো রয়েছে
আমার হাতটি ধরে।


এভাবে চলতে চলতে
বিকাল, আমরা নদীর বাঁকে,
হঠাৎ করে আকাশ
ভয়ংকর রূপে সাঁজে।


গুড়ুম গুড়ুম শব্দে
ব্যস্ত মেঘগুলো ধ্বনি তুলিতে,
তুমি আমার হাতটা
শক্ত করে ধরছিলে,গুছিয়ে ছাতাটা।


আমি বলি, একি একি
ছাতা গুছিয়ে রাখা!
এ কেমন কান্ড বল দেখি?
তারপর বৃষ্টি শুরু,দুজন দুজনার মুখ দেখা।


আর হঠাৎ করে দুজন মিলে একসাথে
গেয়ে ওঠা,"আজি ঝরো ঝরো মুখর বাদল দিনে"
তারপর দুজন দুজনের মুখের দিকে তাকিয়ে মুচকি হেসে
বলেছিলে, থামলে কেন?এমনও দিনে।


তারপর দুজন মিলে
কাকভেজা হয়ে বাড়ী ফিরি,
তুমি যেতে চাইতে না,
থাকি না হোক না সন্ধ্যা,হোক না আর দেরি।


আর আজও আবার
সেই জৈষ্ঠ্যের প্রথম বৃষ্টি,
সবি আগের মতোই শুধু
জানার ফাঁক দিয়ে বৃষ্টির মাঠে দৃষ্টি।


মনে পড়ে কি!
সেই হঠাৎ কালোর মাঝে সাদা মেঘ,
খাঁ খাঁ রৌদ্দুর,রিমঝিম বৃষ্টি
গানে গানে বেড়েছিল মনের গতি বেগ।


ভুলে গেছো সবি!
সুখের সাগরে ডুবি।


#ছোটমামা_নিখোঁজ