সার্থক জনম আমার করেছে খোদা দান,
পশুপাখি না বানিয়ে বানিয়েছে ইনসান।
যদি মানুষ না বানিয়ে খোদা,বানাতো অন্য কিছু,
তবে পেতাম না এত মর্যাদা থাকতাম সবার পিছু।
হতাম যদি অন্ধ আমি,বধির হতো কান,
অন্ধ বধির বলতো সবাই, গাইতোনা গুনোগান।
মানুষ বানিয়ে খোদা দিয়েছেন আমায় প্রাণ,
পেয়েছি সঠিক ধর্ম আমি,হয়েছি মুসলমান।
হতাম যদি হিন্দু বৌদ্ধ অথবা খ্রিষ্টান,
হয়তোবা হতাম আমি,ঈমানহারা এক বেঈমান।
ঈমান দিয়ে খোদা আমায় বাড়িয়েছে সম্মান,
আমার জীবন করতে রাজি,খোদার জন্য কোরবান।
ঈমান হলো এই ধরণীর সর্বশ্রেষ্ঠ ধন,
সর্বদা জিন্দা থাকে,ঈমানওয়ালার মন।
মুসলিম বানিয়ে ঈমান শুধু,করেনি আমায় দান,
শ্রেষ্ঠ জাতি বানিয়ে আমায়, দিয়েছে আল-কুরআন।
ঈমান কুরআন  পেয়ে যেমন,বেড়েছে আমার দাম,
পেয়েছি এক মহামানব মোহাম্মদ (সাঃ) তার নাম।
উম্মতের জন্য কেঁদে কেঁদে যার কাটতো প্রতিদিন,
অমুসলিমরাও ডাকতো সবাই তাকে আল আমিন।
এত নেয়ামত দিয়েছেন যিনি,ভুলবোনা তাকে কোনো দিন,
কিভাবে শোধ করব আমি,সেই খোদার ঋণ।