বাঁকা চাঁদ উঠলো ঔ পশ্চিম আকাশে,
খুশির ঝড় উঠল আজ সবার মনেতে।
আসহায় বালক রইল ঘরের কোণেতে,
ঈদ কাটেনা সবার খুশিতে,কারোর কাটে নীরব কান্নাতে।
পাড়া পড়শী মেতে উঠেছে ঈদের খুশি তে,
গরিব বালকের ভিজে আছে চোখ দুটি নোনা জলেতে।
নতুন কাপড় পরে ঘোরে সবায় ঈদের দিনে,
নিল না খোজ কেউ ঔ আসহায় ছেলে টিকে।
মিষ্টি মিঠায় আছে আজ সবার বাড়ি ভুরি ভুরি,
সবার সামনে লোকায় জল বালক চুরি চুরি।
মনের দূঃখ মনে রেখে অপেক্ষা করে সারাক্ষন,
এমন কি কেউ আসবেনা যে থাকবে আমার সাথে সারাক্ষন।
পরো দেশে প্রবাসী বালক এখন মুখে হাসি রই,
তবু কেন ঈদের দিনে মনটা আতকে পুরোনো কথা কয়।