প্রবাসী ছেলের কথা
বাংলা মায়ের প্রাবাস ছেলে দূর দেশেতে রয়,
ছেলের মনে সারাটা দিনে দেশের কথায় বয়।
রাতের বেলা শোয়ার পরে নামল চোখে জল,
কেও বলেনা ছেলেকে এখন ঘুরে আসি চল।
আকাশের বুকে উড়লে জাহাজ,
নিজের সাথে ছেলে করে অনেক বাহাজ।
উড়াল দিয়ে যাব মোর  দেশেতে,
ফিরব না আর এই প্রবাস দেশেতে।
প্রবাসের সেই কষ্টের কথা ছেলের মুখে শুনে,
পারলাম না রাখতে আমি চোখের পানি ধরে।