লাল সবুজের বাংলাদেশ
আমার গ্রামই পুরো দেশ


এই যে দৃশ্যে বৃক্ষ-লতা-পাতা
ওদের বুকে বাংলাভাষা, সবুজরঙা কথা


আড়িয়াল বিল ডাঙ্গা বুকে
মাছের খেলা ঝাঁকে ঝাঁকে
হিজলডালে মাছশিকারী
এক লহমায় শূন্য পাড়ি
ঠোঁটের চিপায় শাদা পুঁটি
রাঙামুখো খায় তা খুটি


নীরব যে সে নির্জনতায়
গোয়াল বাড়ির পেছন ঘাটায়
'বান্ধাবাড়ি' নামটি তার
খন্ডচিত্র বাংলাদেশটার


সোনারঙা ধানের শীষ
সুর তুলেছে, দিচ্ছে শিস
বায়ু কেন মত্ত ধানে
প্রেমবচনে কানে কানে


হাঁসবালিকা দল বেঁধেছে
জলকেলিতে ডুবছে ভাসছে
এই যে দৃশ্যে সতেজ ছবি
গ্রামটি ছাড়া কোথায় পাবি?


ওই যে ভানু পাটে বসে
পদ্মায় জেলের জালটি ভাসে
রুপোরঙের ইলিশ দেখে
মনটা জুড়ায়; এমন না আছে কে?


শুভ্র ফুলের কাঁশবন
প্রশান্তি দেয় ভরায় মন
নদীচরে বুটের জমি
দেখবে যদি আসো তুমি


রুমাল মুখে বেধে নিয়ে
মনোযোগে যতন দিয়ে
তুলোধুনো ফট্ ফটা ফট্
কে আঁকিয়ে এমন পট!


মাতলা মাথায় কৃষক মাঠে
হাটুরে যায় হেঁটে হাটে
রাখাল ফিরে বেলা শেষে
কী আলেপে চিত্ত ভাসে!


ফড়িং বসে ঘাসের ডগায়
দোয়েল গীতে গাছের শাখায়
ঝিঁঝি পোকার সুর আর লয়ে
দিবা যায় ক্ষয়ে ক্ষয়ে


টুনটুনিটা সরু গলায়
গান ধরেছে পাতার তলায়
ডাহুক বসে পুকুর পাড়ে
এই আলেখ্য হৃদয় কাড়ে


মোল্লা বাড়ির দোপাটি ফুল
ভ্রমর কী আর করে ভুল?
জোড়া শালিক অনেক শালিক
অকৈতব দৃশ্যায়ন; নয় তা অলীক।


দুইটি যুগের বিবর্তনে
সেই স্মৃতিপট হারালো কী আবর্তনে?


তত্রাচ,
     লাল সবুজের বাংলাদেশ
     আমার গ্রামই পুরো দেশ।
    ২৭/০৩/২০২০